ঢাকা: মরণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে পশ্চিম আফ্রিকায় দেশ মালিতে একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন বিশেষজ্ঞরা।
গত ৮ অক্টোবর পশ্চিম আফ্রিকার দেশ মালির এক স্বাস্থ্যকর্মীর দেহে প্রথম এ ওষুধটি প্রয়োগ করা হয়।
পর্যায়ক্রমে মোট ৩৭ স্বাস্থ্যকর্মীকে এ চিকিৎসার আওতায় আনা হবে বলে জানা গেছে।
জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত ৩ হাজার ৮০০ লোক মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার মানুষ।
তবে হু মনে করে, গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে এ রোগের মৃত্যুর সংখ্যা আরো বেশি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪