ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৪১ বিক্ষোভকারী নিহত

ইয়েমেনে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মার্চ ১৮, ২০১১
ইয়েমেনে জরুরি অবস্থা জারি

সানা: ইয়েমেন জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহি। শুক্রবার সরকারি সশস্ত্র বাহিনীর গুলিতে ৪১ নিহত হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।

খবর এএফপির।

সাংবাদিকদের সালেহি বলেন, ‌‌‌`জাতীয় প্রতিরক্ষা পরিষদ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছে। ` এর আগে নিহত ব্যক্তির সংখ্যা ৩১ জন বলে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাশে বিক্ষোভের সময় সশস্ত্র লোকজন মিছিলে সরাসরি গুলি করে। শুক্রবার জুম্মার নামজের পর এ মিছিলের আয়োজন করা হয়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইয়েমেন চলমান সহিংসতা বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারীরা ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহির পদত্যাগ দাবি করেছে। হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর মূল চত্বরে জড়ো হয়েছে।

সালেহি গত ৩২ বছর ধরে ক্ষমতা আঁকড়ে রয়েছে। এর আগে সালেহি জানান, তিনি ২০১৩ সালে অনুষ্ঠেয় নির্বাচনের প্রেসিডেন্ট পদে আর দাঁড়াবেন না। তিনি তীব্র বিক্ষোভের মুখে প্রতিটি রক্তবিন্দু দিয়ে ক্ষমতায় থাকার দৃঢ়তা ব্যক্ত করেন।

চিকিৎসকরা জানান, ৪১ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহতদের বেশিরভাগই মাথায়, কাঁধে ও বুকে আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।