টোকিও: জাপানে গত ১১ মার্চ প্রলংয়করী ভুমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা ১৬ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় পুলিশ সংস্থা সর্বশেষ তথ্য বিবরণিতে জানিয়েছে, হিসাবের বাইরে বা নিখোঁজ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার তিনশ ৫৪ জনে। আর নিহত এবং নিখোঁজ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার আটশ তিরানব্বই জনে। এছাড়া আহতের সংখ্যা ২৫ হাজার ১৩ জনে পৌঁছেছে।
১৯৯৫ সালের সাত জানুয়ারি জাপানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী কোবেতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৬৪৩৪ জন লোক নিহত হয়।
এর আগে, জাপানের কান্তোতে ১৯২৩ সালে আঘাত হানা এক প্রলংয়করী ভূমিকম্পে এক লাখ ৪২ হাজারের ও বেশি লোকের প্রাণহানি ঘটে।
নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিয়াগির উপকূলীয় শহর ইসিনোমাকির মেয়রের বরাত দিয়ে কিয়োদো নিউজ বুধবার নিখোঁজ লোকের সংখ্যা প্রায় ১০ হাজার বলে জানায়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা,মার্চ ১৮, ২০১১