ঢাকা: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির পুলিশের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন।
রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, শনিবার বিকেলে সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের কাছে একটি পাহাড়ি এলাকায় প্রপোলার টার্বো কমান্ডার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ শনাক্ত করে উদ্ধারকারী বাহিনী।
নিহতদের মধ্যে অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মাহমুদ সাদেকীও ছিলেন বলে জানায় ইরনা।
প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, পুলিশের ওপর একটি হামলার ঘটনা তদন্ত করতে একটি প্রতিনিধি দল নিয়ে উড়োজাহাজটি দক্ষিণ-পূর্বাঞ্চলের উদ্দেশে রাজধানী তেহরান ছেড়ে গিয়েছিলো।
তবে, কীভাবে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪