ঢাকা: ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের কৈলাশগিরি পার্ক ও তৎসংলগ্ন এলাকায় আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় হুদহুদ।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর রাজ্যের রাজধানী বিশাখাপত্তম বন্দরের পাহাড়ি পার্কটিতে হুদহুদ আঘাত হানে বলে জানায় ভারতীয় আবহাওয়া অধিদফতর।
ইতোমধ্যে হুদহুদের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ সময়ঢ: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
** শক্তি বাড়ছে হুদহুদের, দুপুরেই আঘাত
** যেকোনো সময় অন্ধ্রে আঘাত হানছে হুদহুদ
** শক্তি বাড়ছে হুদহুদের, দুপুরেই আঘাত
** অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘হুদহুদ’
** উপকূল ও সমুদ্রে ৩ নম্বর সংকেত
** ভারতে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
** সেন্টমাটিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
** ভারতে আঘাত হানবে ‘হুদহুদ’, বাংলাদেশে বৃষ্টিপাত
** ‘হুদহুদ’র প্রভাবে ৩ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা
** উপকূলে ৩ নম্বর সর্তকতা, উড়িষ্যায় আঘাত হানবে ‘হুদহুদ’
** প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হচ্ছে ‘হুদহুদ’
** মংলা বন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণে হুদ হুদ
** রোববার ভারত উপকূল অতিক্রম করতে পারে হুদহুদ।