ঢাকা: ইরাকের অস্থিতিশীল আনবার প্রদেশে বোমা হামলায় পুলিশ প্রধান নিহত হয়েছেন।
রোববার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-দুলাইমি নামে ওই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয় কাউন্সিলম্যান ফালেহ আল-ইসাবী জানান, আল-দুলাইমির গাড়িটি রাজধানী বাগদাদের পশ্চিমের শহর রামাদির উত্তরাঞ্চল দিয়ে যাচ্ছিল।
শনিবারই এলাকাটি জঙ্গি কবল থেকে পুনর্নিয়ন্ত্রণে নিয়েছিল ইরাকি নিরাপত্তা বাহিনী। তবে, এ হামলায় অন্য কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আনবারের প্রাদেশিক পুলিশ প্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে আল-দুলাইমিকে ‘দেশের তরে আত্মোৎসর্গকারী একজন হিরো‘ বলে উল্লেখ করে।
এই হামলা ছাড়াও আনবারের শিয়া অধ্যুষিত এলাকায় আরও অন্তত ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কেউ এ হামলার দায় স্বীকার না করলেও সরকারি কর্মকর্তা ও শিয়া অধ্যুষিত এলাকা সুন্নি সম্প্রদায়ভুক্ত আইএস জঙ্গিদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে বিবেচিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪