ব্রিটেনের এক ব্যাকপ্যাকার তার সাম্প্রতিক ভিয়েতনাম সফর থেকে দারুণ এক স্যুভেনির বহন করে নিয়েছেন তার দেশে। সেটি আর কিছুই নয় তিন ইঞ্চি লম্বা একটি জোঁক।
ড্যানিয়েল লিভেরানি (২৪) গিয়েছিলেন ভিয়েতনাম ভ্রমণে। সেখানে দিন কয়েক কাটানোর পর হঠাৎ এক দিন লক্ষ্য করলেন নাক দিয়ে রক্ত ঝড়ছে।
ড্যানিয়েলা ভাবলেন হয়তো নাকের ভেতরে কোন একটি রক্ত-কনিকা ফেটে গেছে। দিন কয়েক পর এভাবেই দেশে ফিরলেন তিনি।
এরমধ্যে নাকের ভেতর থেকে থকথকে কিছু একটা বের হয়ে আসতে দেখেও ড্যানিয়েলার মনে হলো ওটি স্রেফ রক্তের দলা।
কিন্তু গত সপ্তাহে ড্যানিয়েলাকে নিয়ে যাওয়া হয় এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে। হাসপাতালের চিকিৎসকরাই ড্যানিয়েলার নাকের ভেতর থেকে বের করে আনলেন একটি জোঁক। তিন ইঞ্চি লম্বা রক্ত খেয়ে নাদুস-নুদুস। রাখা হয়েছে একটি কাঁচের ছোট্ট ল্যাবিরেটরি জারে।
ড্যানিয়েলা গ্লাসগোর বাসিন্দা। তিনিই জানালেন, ভিয়েতনামে একবার তিনি মোটরবাইক থেকে ঘাঁষ-জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই ঘটনা ছাড়া জোঁকটি তার নাকে ঢুকতে পারে এমন আর কোনো ঘটনাই ঘটেনি।
‘বারবারই জোঁকটির অংশ আমার চোখে পড়েছে.. কিন্তু ভেবেছি ওটি আসলে রক্তের দলা ছাড়া কিছু নয়। ’ একদিন গোসলের সময় প্রায় ঠোঁট পর্যন্ত নেমে আসলো.. লাফ দিয়ে শাওয়ারের নিচ থেকে সরে বুঝতে পারি ওটি একটি প্রাণি।
সাথে সাথে আমি আর আমার বন্ধু জেনি এএইচএস ২৪ কে ডাকি। ওরাই আমাকে হাসপাতালে নেয় এবং সেখান থেকেই বের করে আনা হয় জোঁকটিকে, বলেন একজন আতঙ্কিত ড্যানিয়েলা।
বাংলাদেশ সময় ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪