ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ধর্ষণ করতে হয় ভোটের পর করো’ বললেন নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
‘ধর্ষণ করতে হয় ভোটের পর করো’ বললেন নেতা আরআর পাটিল

ঢাকা: নির্বাচনী প্রচারণায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পুড়ছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা আরআর পাটিল।

সম্প্রতি রাজ্যের সাংলি শহরের একটি জনসভায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) এক প্রার্থীর সমালোচনা করতে গিয়ে পাটিল বলেন, ‘এই কেন্দ্র থেকে বিধায়ক হতে তিনি অন্তত নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।

তারপর ধর্ষণ করতে বাধা ছিল না’।

তার এই বিতর্কিত মন্তব্যে মহারাষ্ট্রসহ পুরো ভারতজুড়ে সমালোচনার ঝড় বইছে।

যদিও চারদিকে সমালোচনা শুরু হওয়ার প্রেক্ষিতে পাটিল দাবি করেছেন তিনি ওই প্রার্থীর সমালোচনা করেছেন শুধু। নারীকে অমর্যাদা করার কোনো ইচ্ছে ছিল না তার।

পাটিল দাবি করেছেন, কয়েক বছর আগেই ওই প্রার্থী ধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন বলেই তার অপরাধ বর্ণনা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

অবশ্য, এবারই বিতর্কের শূলে চড়েননি পাটিল। এর আগে, ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর তিনি মন্তব্য করেছিলেন, ‘এমন বড় বড় শহরে এ ধরনের ছোট ছোট ঘটনা ঘটতেই পারে। ’ তারপর একইভাবে ক্ষমাও চেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।