ঢাকা: যুক্তরাষ্ট্রে এক স্বাস্থ্য কর্মী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম ইবোলা রোগী থমাস ডানকানের চিকিৎসার দায়িত্বে ছিলেন।
আক্রান্ত স্বাস্থ্যকর্মীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ডানকানের সংস্পর্শে এসেই ওই স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার পরীক্ষায় তার শরীরে অতিমাত্রায় জ্বর ধরা পড়ে। স্বাস্থ্যকর্মীরা সম্ভাব্য কারণ জানতে তার কাছ থেকে নানা তথ্য জানতে চাচ্ছেন।
টেক্সাসের স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান ডা. ডেভিড ল্যাকি বলেন, আমরা দ্বিতীয় কোনো ইবোলা রোগীর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তবে সেটি এতো বড় বাস্তবতা হবে ভাবতে পারিনি।
৩০ সেপ্টেম্বর ডালাসে ডানকানের শরীরে ইবোলা ধরা পড়ে। তার মাত্র দশদিন আগে ব্রাসেলস হয়ে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে টেক্সাসে আসেন তিনি। যুক্তরাষ্ট্রে আসার কিছুদিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর জ্বর নিয়ে তিনি টেক্সাস হেলথ প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আলাদা ইউনিটে রাখা হয়েছিল। তার শরীরে পরীক্ষামূলত ওষুধ দেওয়া সত্ত্বেও তিনি মারা যান।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওনে ইবোলা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪