ঢাকা: আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছেন। সোমবার কাবুলের উত্তরে সার-ই-পোল প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান।
তালেবান পাহাড় থেকে হামলা করে। এসময় নিরাপত্তা কর্মীদের বহনকারী গাড়ি লাগম্যান উপত্যকা দিয়ে যাচ্ছিল।
সার-ই-পোল প্রদেশের গভর্নর জানান, হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর আগে কাবুলে আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
এছাড়া গ্রামবাসী এক শিশুসহ সাত নিরীহ মানুষকে হত্যার জন্য ন্যাটোকে দায়ী করেছে। পাকতিয়া প্রদেশে বিমান হামলায় এই নিহতের ঘটনা ঘটে।
সেপ্টেম্বরে নতুন সরকার ক্ষমতায় বসার পর এটিই প্রথম বিমান হামলার ঘটনা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪