ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ক্যাম্প ‌উচ্ছেদে হংকং পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
বিক্ষোভকারীদের ক্যাম্প ‌উচ্ছেদে হংকং পুলিশের অভিযান ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ের প্রাণকেন্দ্র থেকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে দ্বিতীয় দিনের মত ‘পরিচ্ছন্নতা’ অভিযান শুরু করেছে হংকং পুলিশ।

মঙ্গলবার সকালে হংকংয়ের মূল বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত বিক্ষোভকারীদের ক্যাম্পে প্রবেশ করে সেখান থেকে ব্যারিকেড, তাঁবু, বাঁশের খুটি, বেড়া এবং অন্যান্য ময়লা আবর্জনা পরিষ্কার করা শুরু করেছে শত শত পুলিশ।

এ সময় তাদের হাতে ছিলো, বেড়া কাঁটার যন্ত্র, ইলেক্ট্রিক করাত এবং বড় বড় হাতুড়ি ও বেলচা।

প্রায় ১৫ দিন ধরে হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা, যাদের অধিকাংশই ছাত্র।

সোমবার একবার বিক্ষোভকারীদের ক্যাম্প পরিষ্কার করার চেষ্টা করে ব্যর্থ হয় হংকং পুলিশ। তবে মঙ্গলবার সকালে দ্বিতীয়দিনের মত হংকংয়ের কসওয়ে বে শপিং ডিস্ট্রিক্ট এলাকায় বিক্ষোভকারীদের ব্যারিকেড সরানোর কাজ শুরু করে তারা।  

এ ব্যাপারে হংকং পুলিশের এক মুখপাত্র বলেন, পশ্চিমমুখী রাস্তা এবং কুইনসওয়ের ট্রামলাইনে স্থাপিত সব ধরণের অবৈধ প্রতিবন্ধকতা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
 
দীর্ঘদিন ব্রিটিশ শাসনে থাকলেও হংকং এখন চীনের অধীনে। স্বায়ত্তশাসন থাকলেও হংকংয়ের বর্তমান সরকার চীনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পাশাপাশি হংকংয়ের শাসন কর্তৃপক্ষ নির্বাচনে আগামীতে চীনা মনোনয়নে হবে সম্প্রতি বেইজিংয়ের এমন সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে তারা।
 
গত ২৮ সেপ্টেম্বর থেকে হংকংয়ের মূল বাণিজ্যিক কেন্দ্রের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।