ঢাকা: একযুগের বেশি সময় ধরে চেষ্টার পর অবশেষে চীনে থিম পার্ক চালুর অনুমতি পেলো ইউনির্ভাসেল স্টুডিও। ২০১৯ সাল নাগাদ থিম পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সংবাদমাধ্যম জানায়, তিনশ’ ত্রিশ কোটি ডলার (১ ডলার সমান ৭৫ টাকা) ব্যয়ে এ থিম পার্ক তৈরি করা হবে। বেইজিং ইউনিভার্সেল পার্ক নামে এ পার্কের ডিজাইনে সহায়তা করবেন হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
স্থানীয় প্রতিষ্ঠান বেইজিং ট্যুরিজম গ্রুপ এর নির্মাণ কাজ করবে।
ওয়াল্ট ডিজনি ও ড্রিম ওয়ার্কস অ্যানিমেশনের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় কোনো প্রতিষ্ঠান হিসেবে চীনের বিনোদন বাজারে অনুপ্রবেশ করতে যাচ্ছে ইউনিভার্সেল স্টুডিও।
ওয়াল্ট ডিজনি ও ড্রিম ওয়ার্ক ২০১৬ সাল নাগাদ সাংহাংইয়ে তাদের থিম পার্ক চালু করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে এক গবেষণার ফলাফলে বলা হয়, ২০১৩-২০১৫ সালের মধ্যে চীনে বিনোদন ও মিডিয়া বাজারে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪