ঢাকা: ইরাকে সুন্নি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালাচ্ছে শিয়া মিলিশিয়া হিসেবে অভিহিত শিয়া জঙ্গিগোষ্ঠীগুলো। ১৪ অক্টোবর মঙ্গলবার এক রিপোর্টে এ অভিযোগ করেছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি।
প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, সুন্নি চরমপন্থী গ্রুপ আইএসআইএল এর অগ্রাভিযানের প্রতিশোধ হিসেবে বাগদাদ, সামারা ও কিরকুকে অসংখ্য সুন্নি বেসামরিক মানুষকে হত্যা করেছে শিয়া জঙ্গি গোষ্ঠীগুলো। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ সংস্থাটির কাছে আছে বলে জানিয়েছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি আরও জানিয়েছে, সম্প্রতি অসংখ্য সুন্নির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে যাদের হাত পেছন দিকে মুড়িয়ে হ্যান্ডকাফ দিয়ে বাঁধা ছিলো। হত্যার আগে তাদের প্রায় সবাইকেই শিয়া মিলিশিয়ারা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রমাণাদিও উপস্থাপন করে অ্যামনেস্টি।
বদর ব্রিগেড, মেহদি আর্মি নামে অভিহিত এসব শিয়া জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। যদিও সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে এসব জঙ্গিগোষ্ঠী গঠনে উৎসাহিত করার পাশাপাশি তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে বাগদাদের শিয়া প্রভাবিত সরকার।
সুন্নি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আচরণের জন্য শিয়া জঙ্গিদের পাশাপাশি অ্যামনেস্টি ইরাকি সরকারের নিরাপত্তা বাহিনীগুলোকেও সমানভাবে অভিযুক্ত করেছে।
প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, ইরাকের নিরাপত্তা বাহিনীগুলো নিয়মিতভাবে সুন্নি বন্দিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ চালিয়ে আসছে। পাশাপাশি কারাগারে সুন্নি বন্দিদের হত্যা,নির্যাতন এবং তাদের মানবেতর পরিবেশে বসবাস করতে বাধ্য করা ইত্যাদি নিত্ত নৈমত্তিক ব্যাপার বলে জানিয়েছে অ্যামনেস্টি।
এ ব্যাপারে অ্যামনেস্টি উপস্থাপন করে কারাগারে নিহত ৩৩ বছর বয়সী এক সুন্নি আইনজীবী দৃষ্টান্ত। ধরে নিয়ে কারাগারে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে ইরাকি নিরাপত্তা বাহিনী। উপর্যপরি ইলেক্ট্রিক শক দেয়ার মাধ্যমে তাকে হত্যা করা হয়।
অবিলম্বে সরকারি নিরাপত্তা বাহিনী ও শিয়া জঙ্গি গোষ্ঠীর এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪