ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্রের জন্য সহযোগিতা প্যাকেজ ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
অন্ধ্রের জন্য সহযোগিতা প্যাকেজ ঘোষণা মোদীর ছবি: সংগৃহীত

ঢাকা: অন্ধ্রপ্রদেশে প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদে’র থাবায় ক্ষতিগ্রস্ত জনপদের জন্য ১ হাজার কোটি রুপির অন্তর্বর্তীকালীন একটি সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা বিশাখাপত্তম পরিদর্শনে গিয়ে তিনি এ প্যাকেজ ঘোষণা করেন।

এর আগে বিশাখাপত্তম পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকায় উড়োজাহাজে ঘুরে আকাশ জরিপ চালান তিনি।

সম্প্রতি ‘হুদহুদে’র তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম ও এর আশপাশের এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে কমপক্ষে ২০জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে।

মোদী বলেন, প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় ঘটিয়ে দুর্যোগকালীন সময়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। এরপরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিগ্রস্ত জনপদের জন্য অন্তবর্তীকালীন ১ হাজার রুপির একটি প্যাকেজ ঘোষণা করেন।

একই সঙ্গে এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়ার কথাও বলেন তিনি।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, হুদহুদ-এ বিপর্যস্ত ১ কোটি ৩৫ লাখের ও বেশি মানুষ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে ৫ লাখ ৬২ হাজার মানুষকে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।