ঢাকা: সারা বিশ্বে ইবোলার প্রাদুর্ভাবের হার বেড়ে ৭০ শতাংশে ঠেকেছে। সেইসাথে আগামী দুই মাসের প্রতি সপ্তাহে নতুন করে কমপক্ষে ১০ হাজার আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও-হু)।
মঙ্গলবার জেনেভায় একটি সংবাদ সম্মেলনে সংস্থাটির সহকারী মহাপরিচালক ড. ব্রুস আইলওয়ার্ড এ সতর্কবাণী শোনান।
তিনি বলেন, ইবোলায় মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ বলে হু হিসাব করে দেখেছে।
গত মার্চ মাস থেকে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৪ হাজার মানুষ মারা গেছেন। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিয়ন, গিনি ও নাইজেরিয়ায়।
হু’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা চার হাজার ৪শ’ ৪৭ জন। এছাড়া, ৮ হাজার ৯শ’ ১৪ জন ইবোলা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪