ঢাকা: এবারের ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার রিচার্ড ফ্লানাগান। যুদ্ধকালীন উপন্যাস ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ সি’র জন্য এই পুরস্কারে ভূষিত হলেন তিনি।
জুরি বোর্ডের প্রধান এসি গ্রেলিং উপন্যাসটি সম্পর্কে বলেন, এটি একটি স্মরণীয় ভালোবাসার গল্প। সেই সঙ্গে এতে তুলে ধরা হয়েছে মানবকষ্টের অতুলনীয় বর্ণনা।
মঙ্গলবার রাতে লন্ডনের গুল্ডহিলে পুরস্কার ঘোষণা করা হয়।
এবারই প্রথমবারের মতো পৃথিবীর সকল দেশের ইংলিশ ভাষাভাষীদের জন্য এই পুরস্কার উন্মক্ত করে দেওয়া হলো। তবে এতে অনেক লেখক উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলছেন, নিয়ম পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের লেখকদের আধিপত্য বেড়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪