ঢাকা: হংকংয়ের নির্বাচনে বহু ব্যক্তির অংশগ্রহণের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৮ জন নারী।
মঙ্গলবার রাতে সরকারের সদর দফতরের বাইরের রাজপথ আবার দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীরা প্রথমে পুলিশি প্রতিরোধ ভেঙে ফেলে। এরপর সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের উদ্দেশ করে মরিচের গুঁড়া স্প্রে করে।
এ বিষয়ে সিএনএনের সংবাদদাতা পামেলা বয়কফ জানান, পরে পুলিশ ফিরে এসে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙে তাদের পুরোপুরি সরিয়ে দিতে সক্ষম হয়।
সেপ্টেম্বর মাসের শেষের দিকে বিক্ষোভকারীরা হংকংয়ের মূল সড়কগুলো দখল করে অসহযোগ আন্দোলন করতে থাকেন। তারা হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অব চায়নার নির্বাচনে স্থানীয়দের অংশগ্রহণের দাবিতে আন্দোলন করতে থাকেন।
মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা হংকংয়ের মূল সড়ক লাং উ দখলের চেষ্টা করেন। পরে পুলিশ তদের সরিয়ে দেয়। তবে বিক্ষোভকারীরা আবার ফিরে আসবেন জানিয়ে তারা বলেন, আমরা কোনো কিছুতেই ভীত নয়।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪