ঢাকা: বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে। এ সব গাড়িতে ব্রেক ও কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এগুলো ফিরিয়ে নেবে কোম্পানিটি।
বুধবার বিজ্ঞপ্তিতে টয়োটা এ ঘোষণা দেয়।
টয়োটা জানায়, কোনো কোনো যন্ত্রপাতিতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে। যে সব মডেলের গাড়ি এর মধ্যে রয়েছে, তার মধ্যে লাক্সারি ব্র্যান্ড লেক্সাসও অন্যতম।
টয়োটার ঘোষণা অনুযায়ী, গাড়ির ব্রেকের আকৃতিগত সমস্যার কারণে জাপান ও চীনে আট লাখ ২ হাজার গাড়ি সমস্যায় পড়েছে। টয়োটা এক ইমেইলে জানায়, গাড়ির ব্রেক অকার্যকর নয়। তবে ধীরে ধীরে এর কার্যকারিতা কমতে থাকে।
এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া লেক্সাস ও ক্রাউন মাজেস্টা সাত লাখ ৫৯ হাজার গাড়িতে তেল সরবরাহকারী পাইপ ও ইগনিশনে ত্রুটি দেখা গেছে। জাপানের ১০ লাখ নয় হাজার গাড়িতে জ্বালানি শোষণকারী প্লেটে ত্রুটি দেখা গেছে, যার কারণে গাড়িতে আগুন ধরে যেতে পারে।
এই ঘোষণা এমন সময় আসলো যখন এর মাত্র চার মাস আগে আগে টয়োটার ২০ লাখ ২৭ হাজার গাড়ির এয়ারবাগে ত্রুটি দেখা দেওয়ার পর সেগুলো ফেরত নেয় কোম্পানি। এ সমস্যার কারণে গাড়িতে দুর্ঘটনা ও আগুন ধরে যেতে পারে।
এ বাদেও এ বছরের প্রথম দিকে টয়োটা নির্মাণজনিত ত্রুটির কারণে ১১ লাখ ফেরত নিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১২৫৫ অক্টোবর ১৫, ২০১৪