ঢাকা: নেপালে তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তিন বিদেশি পর্যটক। মারা গেছেন অপর এক নেপালি নাগরিক।
রাজধানী কাঠমান্ডুর দুইশ’ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মুসতাং জেলার একজন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, তুষারঝড়ের কবল থেকে উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ৫ জন পোল্যান্ডের, চারজন ইসরায়েলি এবং ৫ জন জার্মান নাগরিক।
আবহাওয়াবিদরা জানিয়েছেন সাইক্লোন হুদহুদের প্রলম্বিত প্রভাবই ভরা পর্যটনের এই মৌসুমে নেপালে এ ধরনের অস্বাভাবিক খারাপ আবহাওয়ার কারণ।
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, বঙ্গোপসাগর থেকে রোববার সাইক্লোন হুদহুদ ভারতের অন্ধ্র প্রদেশে সবেগে আঘাত হানলেও দুর্বল হয়ে ঝড়টি এখন নেপাল দিয়ে চীনের দিকে সরে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫