ঢাকা: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী আল হুদায়দাহর বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এডেনের পর আল হুদায়দা ইয়েমেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর।
মঙ্গলবার অভিযান শুরু করে বিদ্রোহীরা ইতোমধ্যেই নগরীর বিমানবন্দর ও সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে জানা গেছে।
লোহিত সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত আল হুদায়দা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে ইয়েমেনে উত্তোলিত তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয় । পাশাপাশি এই নগরীতে ইয়েমেনের সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত।
আল হুদায়দার পাশাপাশি হুথি বিদ্রোহীরা রাজধানী সানা থেকে একশ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাহমার নগরীর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এ সময় বিদ্রোহী যোদ্ধারা নগরীর বেশ কয়েকটি সরকারি ভবনে লুটপাট চালায়।
পাশাপাশি বিদ্রোহীরা নগরীর নিরাপত্তা হেডকোয়ার্টারের নিয়ন্ত্রণ গ্রহণ করে রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট স্থাপন করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪