ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত হংকং প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত হংকং প্রশাসন সংগৃহীত

ঢাকা: গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে হংকং প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন এক নেতা। ‍আগামী সপ্তাহেই এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।



প্রধান নির্বাহী লেং চুন-ইং বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানান, গত কয়েকদনি ধরে তৃতীয় পক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছিল। এখন কর্তৃপক্ষ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

২০১৭ সালের পরবর্তী নির্বাচন অবাধ করার লক্ষ্যে আন্দোলন করছে হংকংয়ের বিক্ষোভকারীরা। তারা শহরের কেন্দ্রীয় একটি অংশে অবস্থান নিয়ে দখল করে রেখেছেন। প্রায় ১৫ দিন ধরে হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা, যাদের অধিকাংশই ছাত্র।

গত মঙ্গলবার সকালে হংকংয়ের প্রাণকেন্দ্র থেকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে দ্বিতীয় দিনের মত ‘পরিচ্ছন্নতা’ অভিযান করে হংকং পুলিশ। হংকংয়ের মূল বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত বিক্ষোভকারীদের ক্যাম্পে প্রবেশ করে সেখান থেকে ব্যারিকেড, তাঁবু, বাঁশের খুঁটি, বেড়া এবং অন্যান্য ময়লা আবর্জনা পরিষ্কার করে। এ সময় তাদের হাতে ছিলো, বেড়া কাটার যন্ত্র, ইলেক্ট্রিক করাত এবং বড় বড় হাতুড়ি ও বেলচা।

এদিকে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় দেশটির মুখ্য সচিব ক্যারি লাম বিক্ষোভকারী হংকং ফেডারেশন অব স্টুডেন্টস শুক্রবার (১০ অক্টোবর) সরকারের সঙ্গে আলোচনার আমন্ত্রণের কথা জানায়। তবে এক বিবৃতিতে ওই আলোচনা ‘স্থগিত’ করার কথা জানায় হংকং ফেডারেশন অব স্টুডেন্টস।

বিবৃতিতে তারা বলেন, সরকারি মদদে শান্তিপূর্ণ অকুপাই আন্দোলনকারীদের ওপর মাফিয়ারা হামলা চালিয়েছে, যা আলোচনার পথ বন্ধ করে দিয়েছে। সরকার কথা রাখেনি, তাই উপায় না পেয়ে আলোচনা স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।