ঢাকা: নেপালের হিমালয়ে তুষারধস ও তুষারঝড়ে কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে অনুসন্ধানকারী দল।
তবে ঠিক কতজন মারা গেছেন এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। আগে বলা হয়েছিল, ২৯ জন মারা গেছে। এখন বলা হচ্ছে, ৯ জন। নিখোঁজদের মধ্যে চারজন কানাডিয়ান ও একজন ভারতীয় রয়েছে। নিহতদের মধ্যে নেপালিজ, ইসরায়েলি এবং পোলিশ পর্বতারোহী রয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে, চূড়ান্তভাবে মৃতের সংখ্যা আরো বাড়বে। নিখোঁজদের মধ্যে বিদেশি ও স্থানীয় লোকজন রয়েছে।
সাম্প্রতিকালে হিমালয়ে এটিই সবচেয়ে বড় বিয়োগাত্মক ঘটনা। এর আগে এপ্রিলে এভারেস্টে ১৬ জন পর্বতারোহী প্রাণ হারান।
গত মঙ্গলবার হিমালয়ের অন্নপূর্না থেকে ফেরার পথে পর্বতারোহীদের একটি দল তুষারঝড়ে পড়ে। প্রতিবেশী ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন হুদহুদের প্রভাবে নেপালে প্রচণ্ড বৃষ্টিপাত ও তুষারঝড় হচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪