ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিমালয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
হিমালয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

ঢাকা: নেপালের হিমালয়ে তুষারধস ও তুষারঝড়ে কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে অনুসন্ধানকারী দল।

নিখোঁজদের মধ্যে এ পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে ঠিক কতজন মারা গেছেন এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। আগে বলা হয়েছিল, ২৯ জন মারা গেছে। এখন বলা হচ্ছে, ৯ জন। নিখোঁজদের মধ্যে চারজন কানাডিয়ান ও একজন ভারতীয় রয়েছে। নিহতদের মধ্যে নেপালিজ, ইসরায়েলি এবং পোলিশ পর্বতারোহী রয়েছেন।

আশঙ্কা  করা হচ্ছে, চূড়ান্তভাবে মৃতের সংখ্যা আরো বাড়বে। নিখোঁজদের মধ্যে বিদেশি ও স্থানীয় লোকজন রয়েছে।

সাম্প্রতিকালে হিমালয়ে এটিই সবচেয়ে বড় বিয়োগাত্মক ঘটনা। এর আগে এপ্রিলে এভারেস্টে ১৬ জন পর্বতারোহী প্রাণ হারান।

গত মঙ্গলবার হিমালয়ের অন্নপূর্না থেকে ফেরার পথে পর্বতারোহীদের একটি দল তুষারঝড়ে পড়ে। প্রতিবেশী ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন হুদহুদের প্রভাবে নেপালে প্রচণ্ড বৃষ্টিপাত ও তুষারঝড় হচ্ছিল।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।