ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
ভারত-চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ

ঢাকা: চীনকে হুঁশিয়ারি করে দিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতকে হুমকি কিংবা সতর্ক করে দেওয়া কারো উচিত হবে না।

অরুণাচল প্রদেশে ২ হাজার কি.মি দীর্ঘ সড়ক নির্মাণের সিদ্ধান্তে চীনের আপত্তির মুখে হুঁশিয়ারি দিল ভারত।

তিনি বলেন, ভারতেরও শক্তি আছে। হুমকি না দিয়ে আলোচনার টেবিলে বসে সীমান্ত সমস্যা সমাধান করা উচিত।

গতকাল দুইদেশের মধ্যে বিতর্কিত সীমান্তে রাস্তা নির্মাণের প্রতিক্রিয়ায় দিল্লীকে ‘আর পরিস্থিতি জটিল’ না করার আহ্বান জানায় চীন। এরপরই আজ ভারতের কাছ থেকে এমন সতর্কবাণী আসল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চীন ইতোমধ্যে সীমান্তে তাদের সড়ক ও রেল নেটওয়ার্ক বৃদ্ধি করেছে। আমরা নিজেদের সীমান্তে যা-ই কিছু নির্মাণ করি না কেন, সেটি নিয়ে চীনের মাথা ঘামানো উচিত না।

অরুণাচল প্রদেশে রাস্তা নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমর্থন রয়েছে এ কথা জানিয়ে ওই কর্মকর্তা জানান, সিদ্ধান্ত এখন কেবল মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায়।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র হোং লি বলেন, সীমান্ত সমস্যার সমধান না হওয়া পর্যন্ত ভারতের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যা পরবর্তীতে পরিস্থিতিতে আরো ঘোলা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।