ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়ি থেকে ৩০টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের বাদশাহী রোডের ওই বাড়ি থেকে এই হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয় বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এর আগে, গত ২ অক্টোবর বর্ধমানেরই খাগড়াগড় এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শামিম আহমেদ ওরফে শাকিল আহমেদ ও শোভন মণ্ডল নামে দু’ব্যক্তি নিহত হন। আহত হন হাসান সাবাহ নামের অপর এক যুবক।
বিস্ফোরণের ঘটনাটির পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিহত দুই ব্যক্তিকে বাংলাদেশি বলে উল্লেখ করে দাবি করে, নিহতদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে।
যদিও পরে এ ব্যাপারে ঢাকায় বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বর্ধমান বোমা বিস্ফোরণে নিহত বাংলা ভাষাভাষী দু’ব্যক্তি বাংলাদেশি কিনা সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ভারত। পরিচয় নিয়ে তারা (ভারত) নিজেরাই সন্দিহান।
তিনি বলেন, আমাদের কাছে নিহতদের কোনো তথ্য নেই। তারা তথ্য দিতে না পারলেও আমরা বসে নেই। আমরা উৎস জানার চেষ্টা করছি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২ অক্টোবরের বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে এনআইএ।
ওই বিস্ফোরণের ঘটনার তদন্ত কার্যক্রম চলাকালেই এ হ্যান্ড গ্রেনেড উদ্ধারের খবর এলো। তবে, বৃহস্পতিবারের এ উদ্ধার কার্যের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪/আপডেট ২০৫১ ঘণ্টা