ঢাকা: ভারতের দিল্লিতে শীর্ষ এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়েছে একদল নারী। বৃহস্পতিবার দিনদুপুরে, দিল্লির ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে তিনি পুলিশ সদর দফতরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। অন্য একটি গাড়িতে করে মোটরসাইকেল আরোহীর মা পিছুপিছু আসছিলেন। ঘটনার পর তিনি গাড়ি থামান। একপর্যায়ে প্রথমেই ওই মহিলা হেলমেট দিয়ে পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করেন। তারপর তার বান্ধবীরা রড, ব্যাটস, ইট-পাথর যে যেভাবে পারেন পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে তিন জনকে গ্রেফতার করে। মারাত্মক আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তারও আগে শনিবার দিল্লিতে দুই কনস্টেবলকে লক্ষ্য করে তিন দুর্বৃত্ত গুলি ছোঁড়ে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
আন্তর্জাতিক
দিল্লিতে দিনদুপুরে পুলিশ কর্মকর্তাকে পেটাল একদল নারী
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।