ঢাকা: আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত রিপার ড্রোন পাঠাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের ফরেন সেক্রেটারি ফিলিপ হ্যামন্ড ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ড্রোন ইরাকে সার্ভিলেন্স অপারেশন চালাতে সহায়তা করবে।
এ বিষয়ে ব্রিটেনের ডিফেন্স সেক্রেটারি মিশেল ফ্যালন বলেন, এর মাধ্যমে ব্রিটেনের আঘাত করার ক্ষমতা বোঝা যাবে।
হ্যামন্ড হাউজ অব কমনসকে জানান, আমরা আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যে রিপার মোতায়েন করার প্রক্রিয়ার মধ্যে আছি।
দ্য গার্ডিয়ান জানায়, আফগানিস্তানের সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে আঘাত হানবে রিপার ড্রোন। রিপার ড্রোনে হেলফায়ার ক্ষেপণাস্ত্র থাকে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪