ঢাকা: মহাকাশে একটানা প্রায় দুই বছর মিশন শেষে পৃথিবীতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের এক স্পেস প্লেন। অজ্ঞাত প্লেনটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
শুক্রবার সাউদার্ন ক্যালফোর্নিয়া তীরের একটি বিমান ঘাঁটিতে প্লেনটি অবতরণ করে। ভ্যানডেনবার্গ বিমান ঘাঁটির এক কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ৯টা ২৪ মিনিটের দিকে প্লেনটি নিরাপদে পৃথিবীতে ফিরে।
যুক্তরাষ্ট্রের বিশেষায়িত এক মিশনে প্লেনটি দুই বছর পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তবে ৬৭৪ দিন পৃথিবীর কক্ষপথে প্লেনটি কি করেছে সে সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। এ নিয়ে বিশেষজ্ঞরা গোয়েন্দাগিরিসহ নানা তত্ত্ব দিচ্ছেন। অনেকে জেমস বন্ড ছবির সঙ্গেও তুলনা করেছেন।
প্লেনটি ফিরে আসা সম্পর্কে এয়ার ফোর্স কর্তৃপক্ষ শুধু এতটুকু বলেছে, প্লেনটি ‘কক্ষপথে পরীক্ষা’ চালিয়েছে।
প্লেনটি সোলার প্যানেলের মাধ্যমে অরবিট বা কক্ষপথে ব্যাটারিতে চার্জ গ্রহণ করতো।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪