ঢাকা: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় গত কয়েকদিনের প্রবল বর্ষণে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর মধ্যে রাজধানী মনাগুয়ায় দেয়াল ধ্বসে নয়জনের প্রাণহানি হয়।
এদিকে, ভূমিধ্বসের আশঙ্কায় বিভিন্ন এলাকা থেকে জরুরি উদ্ধারকর্মীরা বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। বর্ষণে ত্রিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সরকারি এক কর্মকর্তা জানান, বহু মানুষকে অস্থায়ী নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যেসব এলাকার মানুষজন আশঙ্কাজনক এলাকায় বসবাস করছেন তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন রাসৌরি মুরিল্লো নামে এক নারী কর্মকর্তা।
বর্ষণে এল সালভাদর, গুয়েতেমালা ও হন্ডুরাসেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪