ঢাকা: ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে রোববার। গত ১৫ অক্টোবর (বুধবার) এ দু’রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুই রাজ্যেই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের সঙ্গে। তবে শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির মতো আঞ্চলিক দলগুলোও হয়ে উঠবে এ ভোটের ফলাফলের অন্যতম নিয়ামক।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই নরেন্দ্র মোদীর সামনে জনপ্রিয়তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মহারাষ্ট্রের বিধানসভায় আসন রয়েছে ২৮৮টি। হরিয়ানায় রয়েছে ৯০টি। তবে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে।
মহারাষ্ট্রে বিজেপি জয়ী হলেও মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। তবে ইঙ্গিত পাওয়া গেছে মহারাষ্ট্র বিজেপি প্রধান দেবেন্দ্র ফাড়নবিশ অথবা সিনিয়র বিজেপি নেতা একনাথ খাসের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে মুখ্যমন্ত্রী হিসেবে।
অপরদিকে হরিয়ানায় বিজেপি জিতলে ধারণা করা হচ্ছে জাঠ বংশোদ্ভূত সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন অভিমেন্যু এবং কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিত সিংয়ের মধ্যে থেকে একজন বসতে পারেন মুখ্যমন্ত্রীর কুরসিতে।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪