ঢাকা: ইরাকে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ে শিয়া ও সুন্নিপন্থি দুই রাজনীতিককে নিয়োগ দিয়েছে দেশটির সংসদ।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী পদে শিয়াপন্থি মোহাম্মদ আল গাব্বান ও প্রতিরক্ষামন্ত্রী পদে সুন্নি সম্প্রদায়ের খালেদ আল-ওবিদিকে নিয়োগ দেওয়া হয়।
এ দু’জনের নিয়োগের ফলে নবগঠিত প্রধানমন্ত্রী হায়দার আল আব্বাদির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা পূর্ণতা লাভ করলো।
নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবিদি উত্তরাঞ্চলীয় শহর মসুলের নাগরিক। বর্তমানে ইরাকের গুরুত্বপূর্ণ শহরটি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলে।
আর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-গাব্বান ক্ষমাতাধর শিয়া রাজনৈতিক দল ‘বদর অর্গানাইজেশন’র নেতা।
সম্প্রতি হায়দার আল আব্বাদির নেতৃত্বে অস্থিতিশীল ইরাকে নতুন সরকার গঠিত হয়। অনেক বিতর্কের পরও দেশটির সংসদ ওই সরকারকে অনুমোদন দেয়। একইসঙ্গে আব্বাদি প্রস্তাবিত মন্ত্রিসভাকেও স্বাগত জানায় সংসদ। তবে সে সময় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদে কাউকে দায়িত্ব পালনের অনুমোদন দেয়নি সংসদ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪