ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় পূর্ণ দায়িত্ব পালন করছে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
লিবিয়ায় পূর্ণ দায়িত্ব পালন করছে না ন্যাটো

প্যারিস: সংঘাতপূর্ণ লিবিয়ায় ন্যাটো বাহিনীর অভিযানের গতিতে সস্তুষ্ট হতে পারছে না খোদ রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে, মুয়াম্মার গাদ্দাফির  পতন তরান্বিত এবং তার অস্ত্রের ভারী সম্ভার ধ্বংস করতে ন্যাটো বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান ।

খবর এএফপি।

ফ্রান্সের ইনফো রেডিওকে জুপে বলেন, ন্যাটোকে অবশ্যই তার পূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ফ্রান্স ন্যাটো বাহিনীর বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের এবং বালির্নে ন্যাটো কার্যালয়কে জানাবে।  

গাদ্দাফি বাহিনীর বিপরীতে ন্যাটো বাহিনী গত ৩১ মার্চ থেকে অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত বিশেষ কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।