ওয়াশিংটন: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির বাসভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে সোমবার বিমান হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। এতে গাদ্দাফির নির্দেশ ও নিয়ন্ত্রণ ক্ষমতাও নস্যাৎ হয়ে গেছে বলে পশ্চিমাদের জোট বাহিনীর এক কর্মকর্তা জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘জোট বাহিনী সক্রিয়ভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন-১৯৭৩ বাস্তবায়ন করতে কাজ করছে। এ অভিযানে লিবিয়ার মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নো ফ্লাই জোন আরোপেও কাজ চলছে। ’
এএফপির একজন সাংবাদিক রাজধানীর দক্ষিণে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, জোট বাহিনীর গাদ্দাফির বিমান প্রতিরক্ষা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং নো ফ্লাই জোন সফলভাবে কার্যকর করা হয়েছে
ফরাসি, আমেরিকান ও ব্রিটিশ বাহিনী যৌথভাবে লিবিয়ায় হামলা শুরু করেছে। ২০০৩ সালে ইরাক হামলার পর যা সবচেয়ে বড় হামলা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ পশ্চিমা নেতারা গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান।
এর আগে আরব লিগ লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপে সম্মত হলেও পরে সংস্থাটির নেতারা বিমান হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া রাশিয়া, চীন ও ভারতও নিন্দা জানায়।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১১