কায়রো: জাতিসংঘের মহাসচিব বান কি মুন সোমবার আরব লিগের উদ্দেশে বলেন, লিবিয়া ইসু্যূতে গোটা বিশ্বের একই সুরে কথা উচিৎ। এই কথা বলার সময় আরব লিগের মহাসচিব আমর মুসা তার পাশেই ছিলেন।
গত রোববার আমর মুসা লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। তবে এর কয়েকদিন আগে আরব লিগের নেতৃবৃন্দ লিবিয়ার ওপর নো ফাই জোন বাস্তবায়নে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়। কায়রোতে আরব লিগ মহাসচিব আমর মুসার সঙ্গে কথা বলার পর মুন সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
বান কি মুন বলেন, ‘লিবিয়ায় নিরাপত্তা পরিষদের (জাতিসংঘ) দ্বিতীয় প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের একই সুরে কথা বলা উচিৎ। ’
এদিকে, বান কি মুন ইয়েমেনে গত সপ্তাহে পুলিশের গুলিতে ৫২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে মুন বলেন, ‘নিরাপত্তা বাহিনী সানাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। ’
তিনি সাংবাদিকদের বলেন, আরব লিগের সমর্থন দেওয়ার ফলেই লিবিয়ার ওপর ‘নো ফাই জোন’ আরোপসহ সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আরব লিগ গত ১২ মার্চ লিবিয়ার ওপর ‘নো ফাই জোন’ আরোপের বিষয়ে সমর্থন দেয়।
আরব লিগ মহাসচিব আমর মুসা রোববার লিবিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষকে রক্ষার জন্য আমরা লিবিয়ার ওপর নো ফাই জোন আরোপের বিয়য়ে সমর্থন দিয়েছিলাম। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এখন যে ভাবে হামলা চালাচ্ছে তাতে সে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ১৯৭৩ অধ্যাদেশ পাসের ফলেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন লিবিয়ায় শনিবার একযোগে বিমান হামলা শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১১