ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৮০০০ বিদ্রোহী হত্যা করেছে গাদ্দাফি বাহিনী: মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, মার্চ ২১, ২০১১
৮০০০ বিদ্রোহী হত্যা করেছে গাদ্দাফি বাহিনী: মুখপাত্র

কায়রো: মুয়াম্মার গাদ্দাফির শাসনক্ষমতার বিরোধী আন্দোলনে তার অনুগত বাহিনীর হাতে এ পর্যন্ত আট সহস্রাধিক বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহী গ্রুপ জাতীয় পরিবতর্নকামী পরিষদের মুখপাত্র আবদেল হাফিজ ঘোগা সোমবার এ কথা বলেন।

আবদেল হাফিজ ঘোগা বলেন, ‘আমাদের গ্রুপের নিহত ও শহীদের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। ’

তিনি আরব লিগের মহাসচিব আমর মুসার মন্তব্যেরও সমালোচনা করেন। রোববার আমর মুসা লিবয়ায় পশ্চিমা সামরিক বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করেন। যদিও আরব লিগ গত ১২ মার্চ লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

এ প্রসঙ্গে ঘোগা বলেন, ‘আজ মহাসচিব এমন কথা বললে আমি অত্যন্ত আশ্চর্য হই। ’ তিনি আমর মুসার প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, ‘কী উপায়ে আপনি লিবিয়ায় মানুষ হত্যা বন্ধ করবেন? কী উপায়ে, মহাসচিব বলুন?’

গত চার দশক ধরে লিবিয়ার শাসনক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। গত ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।