রিও ডি জেনেরিও: বিশ্বের পঞ্চম বৃহত্তম জনবহুল দেশকে নেতৃত্ব দিতে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট দিলমা রউসেফ। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটে ৫১.৪৫ ভাগ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
রোববার সরকারি ভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, দিলমা রউসেফের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাসিও সেভেস পেয়েছে ৪৮.৫৫ ভাগ ভোট।
রউসেফ ২০১০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। সরকারের কল্যাণ নীতির কারণে ব্রাজিলের দরিদ্র জনগোষ্ঠির কাছে খুবই জনপ্রিয় তিনি।
উভয় প্রার্থী দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কেন্দ্রীয়ভাবে ব্রাজিলকে দারিদ্রমুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারণায় ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪