ঢাকা: ভারতে ঘূর্ণিঝড় হুদহুদের ধ্বংসযজ্ঞের ক্ষত না কাটতেই এবার আসছে আরেক ঘূর্ণিঝড় ‘নিলোফার’। তবে, হুদহুদ দেশটির মধ্য পূর্বাঞ্চলেও আঘাত হানলেও নিলোফার আঘাত হানতে পারে পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের কুচ অঞ্চলে।
মূল অভিমুখ ওমান উপকূলের দিকে হলেও দিক পরিবর্তনের আশঙ্কায় আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিলোফার মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে গুজরাটের প্রশাসন।
ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, নিলোফারের মূল অভিমুখ হতে পারে ওমান উপকূল। তবে এটি দিক পরিবর্তন করে আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলের দিকেও।
আইএমডি আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী ঝড়ে পরিণত হবে নিলোফার। মঙ্গলবার রাতেই এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার।
অবশ্য আগামী ৪৮ ঘণ্টা পরই নিলোফারের সঠিক অভিমুখ নির্ণয় করা যাবে বলে জানিয়েছে গুজরাটের আবহাওয়া অফিস।
নিলোফার নিয়ে ইতোমধ্যে গুজরাটের সৌরাষ্ট্র জেলা ও কুচ অঞ্চলসহ বিভিন্ন বন্দরে সতর্কতাও জারি করেছে রাজ্য আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪