ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিলাওয়ালকে বোতল-ডিম-টমেটো নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
বিলাওয়ালকে বোতল-ডিম-টমেটো নিক্ষেপ বিলাওয়াল ভুট্টো

ঢাকা: লন্ডনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টোকে লক্ষ্য করে প্লাস্টিক বোতল, ডিম ও টমেটো নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধরা। একইসঙ্গে তাকে দুয়োধ্বনিও শুনিয়েছেন তারা।



রোববার কাশ্মীর বিষয়ে আয়োজিত এক অভিযাত্রা কর্মসূচিপূর্ব সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিতর্কিত বিলাওয়াল।

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠন ‘মিলিয়ন মার্চ’ শীর্ষক ট্রাফালগার স্কয়ার থেকে ডাউনিং স্ট্রিট অভিমুখী ওই অভিযাত্রার আয়োজন করে। তবে, এতে মাত্র কয়েকশ’ লোকই অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের হাতে কাশ্মীর সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড-ব্যানার-ফেস্টুন দেখা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বিলাওয়াল যখন ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠতে যাবেন তখনই তাকে দুয়োধ্বনি শোনানো হয় এবং প্লাস্টিকের খালি বোতল নিক্ষেপ করা হতে থাকে। এ কারণে বক্তব্যও দিতে পারেননি বিলাওয়াল।

একদল বিক্ষুব্ধ বলেন, এই অভিযাত্রা কর্মসূচি নাকি কাশ্মীর ও কাশ্মীরের জনগণের ভালো কামনা করে ডাকা হয়েছে। তাহলে এখানে বিলাওয়ালের কী?

অভিযাত্রা কর্মসূচিটির প্রধান অায়োজক পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলে পরিচিত ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী বিধায় ভারতীয় বিক্ষুব্ধরা বিলাওয়ালকে বোতল নিক্ষেপ করতে পারেন বলে অভিযোগ পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।