ঢাকা: যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছ থেকে ট্যাংক বিধ্বংসী স্পাইক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। যুক্তরাষ্ট্র ভারতকে তাদের কাছ থেকে জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার জন্য বলেছিল।
৮ হাজার স্পাইক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ৩শ’ লঞ্চার কেনার জন্য ইসরায়েলের সঙ্গে ৩ হাজার ২০০ কোটি রুপির (৫২৫ মিলিয়ন মার্কিন ডলার) চুক্তি হয়েছে। সম্প্রতি ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এক মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, এসব কিছুর পাশাপাশি নৌবাহিনীর জন্য ১২টি দরনিয়ার এয়ারক্রাফট ও ৩৬২টি ইনফ্যানটি কমবাট গাড়ি কেনা হবে।
সম্প্রতি চীন সীমান্তে উত্তেজনা ও পাকিস্তানের কাশ্মির সীমান্তে সীমান্তের ব্যাপক গুলিবর্ষণের মধ্যে সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিল ভারত। ক্ষমতায় বসার ৫ মাসের মাথায় নরেন্দ্র মোদীর সরকার ভারতের ফায়ার পাওয়ার বাড়াতে আগ্রহী।
উল্লেখ্য, বিশ্বের অস্ত্র কেনার দেশের মধ্যে ভারত শীর্ষস্থানীয়। কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সামরিক ফারাক দূর করার জন্য ২৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে দেশটি। চীনের সামরিক বাজেট ভারতের চেয়ে তিনগুণ বেশি।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪