ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোটেল ও রেস্তোরাঁ বিল চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
হোটেল ও রেস্তোরাঁ বিল চূড়ান্ত

ঢাকা: দেশের অভ্যন্তরে অবস্থিত সকল হোটেল ও রেস্তোরাঁগুলোকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যেগ নিয়েছে সরকার। এজন্য ‘হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪’ নামে একটি বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।



এর আগে সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়।

অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করে।

আসছে চতুর্থ অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলে জানা গেছে।
 
সোমবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৬ষ্ঠ বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বৈঠকে সভাপতিত্ব করেন।
 
বৈঠকে বাংলাদেশ বিমানের টিকিটিং সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক সদস্য। পরে বাংলাদেশ বিমানের  টিকিট বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সংশ্লিষ্ট বিভাগকে সুপারিশ করে কমিটি। এছাড়া যাত্রীসেবার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
 
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
 
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।