ঢাকা: দ. কোরিয়ায় ফেরি ডুবির জন্য ক্যাপ্টেনকে দায়ী করে তার মৃত্যুদণ্ড চেয়েছেন দেশটির সরকারি কৌঁসুলীরা। গত এপ্রিলে ফেরি ডুবিতে তিন শতাধিক মানুষ নিহত হয়।
আলোচিত ওই ঘটনায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট কোস্টগার্ড ভেঙ্গে দেন।
গত জুন থেকে চলা বিচারে ক্যাপ্টেনকে ঘটনার মূলহোতা বলে চিহ্নিত করা হয়। মামলার শুনানিতে বলা হয়, ক্যাপ্টেনের অবহেলাতেই স্কুল শিশু, নারীসহ তিন শতাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলীরা জানান, ক্যাপ্টেন লি যাত্রীদের বাঁচানোর কোনো চেষ্টা না করেই পালিয়ে গেছেন। এজন্য তিনি মিথ্যা অজুহাত দিয়েছেন। কোনো অনুতাপ দেখাননি। সুতরাং আমরা তার মৃত্যুদণ্ড চাই।
উল্লেখ্য, ১৯৯৭ সালের পর থেকে দ. কোরিয়ায় কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪