ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুদের জন্য রউসেফ ও শাকিরার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
শিশুদের জন্য রউসেফ ও শাকিরার অঙ্গীকার

ব্রাসিলিয়া: ব্রাজিলের শিশুকল্যাণ ব্যবস্থা উন্নয়নের অঙ্গীকার করলেন কলম্বোর গায়িকা শাকিরা এবং দেশটির প্রেসিডেন্ট দিলমা রউসেফ।

পূর্ব র্নিধারিত সময়সূচী অনুযায়ী শাকিরা গত বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রউসেফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় তারা শাকিরার অ্যালাস ফাউন্ডেশন নিয়ে আলোচনা করেন। এ সংস্থাটি লাতিন আমেরকিায় শিশুদের কল্যাণে কাজ করে থাকে। বৈঠকের পর শাকিরা রউসেফকে একটি গিটার উপহার দেন।

এদিকে ব্রাজিলে আসার আগে শাকিরা আর্জেনটিনায় ২০টি শিশু উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করেন। এছাড়া পানামা ও মেক্সিকোতেও একই ধরনের কাজ করার পরিকল্পনা আছে বলেও শাকিরা জানান।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।