সান্তিয়াগো: সংকটকপূর্ণ লিবিয়ায় সামরিক অভিযান পারিচালনা নিয়ে আন্তর্জাতিক মহলে বির্তক দেখা দিলেও যুক্তরাষ্ট্র বলছে, গাদ্দাফির পতনই তাদের লক্ষ্য। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও জোর দিয়ে বলেন, গাদ্দাফিকে অবশ্যই চলে যেতে হবে।
চিলিতে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সমর্থন করে আমরা লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, গাদ্দাফির হামলা থেকে তার জনগণকে রক্ষার জন্য এই অভিযান।
ওবামা বলেন, আমরা নিশ্চিত করতে চই, জাতিসংঘের ১৯৭৩ সালের নিরাপত্তা আইন অনুযায়ী, বিশেষ করে মানবাধিকার রক্ষায় অভিযান চালাচ্ছি।
উল্লেখ্য, লিবিয়ায় চার দশকের বেশি সময় ক্ষমতা আকঁড়ে থাকার জন্য মুয়াম্মার গাদ্দাফি সাধারন মাুষকে হত্যা করেছে। যেন তার বিরুদ্ধে কোনো বিরোধী শক্তি মাথা তুলে দাড়াতে না পারে।
ক্ষমতালিপ্সু, স্বৈরশাসক গাদাফির পতনের জন্য তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ আন্তর্জাতিক বাহিনী গত রোববার থেকে দেশটিতে বিমান এবং ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১১