ঢাকা: ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী স্কট মরিসন দেশের পার্লামেন্টকে বলেন, তার সরকার ইবোলা উপদ্রুত দেশগুলো থেকে আসা নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রেখেছে।
সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ গিনি থেকে আগত এক তরুণীর দেহে ইবোলা ভাইরাসের খোঁজ পাওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় অসি সরকার। ইবোলায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ মারা গেছেন। এছাড়া আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে দশ হাজার মানুষকে।
স্কট মরিসন জানান, সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করার ফলে আমরা এখন আর ইবোলা উপদ্রুত দেশগুলো থেকে আসা কোনো ভিসার আবেদন বিবেচনা করছি না। তবে মানবিক বিবেচনায় ইতোমধ্যেই যারা ভিসা পেয়েছেন অস্ট্রেলিয়ায় প্রবেশের আগে তাদের অন্তত তিনটি পৃথক স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে।
একই সঙ্গে অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া প্রবেশের সময় তাদের সাম্প্রতিক ভ্রমণ বৃতান্ত উল্লেখ করতে বলেছেন অস্ট্রেলীয় অভিবাসন মন্ত্রী।
গত ১২ দিন আগে গিনি থেকে অস্ট্রেলিয়ায় আসা ১৮ বছর বয়সী এক তরুণীর দেহে ইবোলা ভাইরাস ধরা পড়ে। তাকে বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে পৃথকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪