ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬ দিন অন্ধকারে থাকবে পৃথিবী!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
৬ দিন অন্ধকারে থাকবে পৃথিবী!

ঢাকা: আগামী ১৬-২২ ডিসেম্বর ছয় দিন সৌর ঝড়ের কারণে ধূলা ও গ্রহাণু সূর্যকে আড়াল করে রাখবে। এর কারণে পৃথিবীকে ছয় দিন অন্ধকারে থাকতে হবে।

তখন পৃথিবীর ৯০ শতাংশ অন্ধকারে থাকবে। এমনটি জানিয়েছে বিনোদনবিষয়ক ওয়েবসাইট হুজলার্স ডটকম।
 
হুজলার্স জানায়, সৌর ঝড়ের কারণে এ ছয়দিনের মধ্যে অন্তত তিন দিন সূর্য দেখা যাবেনা। আড়াইশ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সৌর ঝড়, যার স্থায়িত্ব হবে মোট ২১৬ ঘণ্টা।

এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববাসীর মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, এ খবর শুধুই গুজব। ওয়েবসাইটে কিংবা আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য কখনো তারা প্রকাশ করেনি। এ ধরনের ঘটনা ঘটার কোনো তথ্যও তাদের কাছে নেই।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।