ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
জাপানে ফের ভূমিকম্প

টোকিও: আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার দেশটির হোনশুর পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৫দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় ভূমিকম্পটি আঘাত হানে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) থেকে জানা যায়।

এদিকে ভূমিকম্পটির কেন্দ্র ১১ দশমিক ৪০ কিলোমিটার গভীরে ছিলো বলে সিনহুয়া জানায়।

এর আগে গত ১১ মার্চ জাপানের উত্তরপূর্বাংশে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্প এবং এর প্রভাবে সংঘটিত সুনামিতে এ পর্যন্ত ৮ হাজার ৯০০ জনের নিশ্চিত মৃত্যু হয়। এছাড়াও এখনও পর্যন্ত আরও ১২ হাজার মানুষ নিখোঁজ আছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।