টোকিও: আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার দেশটির হোনশুর পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৫দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় ভূমিকম্পটি আঘাত হানে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) থেকে জানা যায়।
এদিকে ভূমিকম্পটির কেন্দ্র ১১ দশমিক ৪০ কিলোমিটার গভীরে ছিলো বলে সিনহুয়া জানায়।
এর আগে গত ১১ মার্চ জাপানের উত্তরপূর্বাংশে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্প এবং এর প্রভাবে সংঘটিত সুনামিতে এ পর্যন্ত ৮ হাজার ৯০০ জনের নিশ্চিত মৃত্যু হয়। এছাড়াও এখনও পর্যন্ত আরও ১২ হাজার মানুষ নিখোঁজ আছেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১