বেইজিং: লিবিয়ায় আন্তর্জাতিক মিত্র বাহিনীর সামরিক ও বিমান হামলার আবারও বিরোধিতা করেছে চীন। লিবিয়ার সংঘাতময় পরিস্থিতিকে চীন মঙ্গলবার দেশটির অভ্যন্তরীণ কোন্দল উল্লেখ করে অবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ সাংবাদিকদের বলেন, ‘আমরা লিবিয়ার ওপর চাপ দেওয়ার বিরোধিতা করছি কেননা, পশ্চিমা নেতৃত্বে পরিচালিত হামলায় দেশটির জনগণের অধিক ক্ষয়ক্ষতি হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে মানবাধিকার আরও সংকটের মুখে পরবে। ’
জিয়াং বলেন, লিবিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং আরব বিশে^র দেশগুলো যৌথভাবে যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে মিত্র বাহিনীর রোববার থেকে বিমান ও সামরিক হামলা শুরু করেছে।
গত ১৭ মার্চ লিবিয়ার জনগণকে গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার ওপর নো ফাই জোন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে লিবিয়ায় সামরিক শক্তি প্রয়োগের ব্যাপারে রাশিয়া, চীন ও ভারত এর তীব্র বিরোধিতা প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১১