ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের জনগণ লিবিয়ায় হামলার বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
ব্রিটেনের জনগণ লিবিয়ায় হামলার বিপক্ষে

লন্ডন: লিবিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটেনের বেশিরভাগ জনগণ সামরিক হামলার বিরোধিতা করেছে। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।



আইটিভি প্রচারিত সোমবারের এক জরিপে দেখা গেছে, ব্রিটেনের ৪৩ শতাংশ মানুষ লিবিয়ায় সামরিক অভিযানের বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছে।

দেশটির ৫৩ শতাংশ জনগণ লিবিয়ার জনগণকে গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষার জন্য ব্রিটেনের সেনাবাহিনী জীবনের ঝুঁকি নেবে এটা মেনে নেওয়া যায় না বলে মত দিয়েছে।

জরিপে, মাত্র ৩৫ শতাংশ মানুষ মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার ওপর নো ফাই জোন আরোপের এবং  অস্ত্রবিরতির সিদ্ধান্ত সঠিক। তারা লিবিয়ায় আন্তর্জাতিক মিত্র বাহিনীর সামরিক ও বিমান হামলার ও সমর্থন জানায়।

এদিকে ৪৩ শতাংশ মানুষ সামরিক অভিযানের বিরোধিতা করেছে এবং ২২ শতাংশ কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে।

লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জোটবদ্ধ হয়ে সামরিক অভিযান পরিচালনা করছেন।  

ব্রিটেনের প্রাপ্তবয়স্ক ২০২৮ জন নাগরিকের ওপর ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত পরিচালিত জরিপে এই ফলাফল বেড়িয়ে এসেছে।

 লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং আরব বিশে^র দেশগুলোর সমন্বয়ে মিত্র বাহিনী রোববার বিমান ও সামরিক হামলা শুরু করেছে।

উল্লেখ্য, সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে চীন, ভারত এবং রাশিয়া তাদের তীব্র বিরোধিতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।