ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড়ালের সময় ভেঙ্গে পড়লো নাসার রকেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
উড়ালের সময় ভেঙ্গে পড়লো নাসার রকেট

ঢাকা: উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে গেলো নাসার একটি মনুষ্যবিহীন রকেট। ভার্জিনিয়ার একটি বাণিজ্যিক উৎক্ষেপণ কেন্দ্র থেকে মঙ্গলবার রাতে উৎক্ষেপণ করা হয় আনতারেস নামের রকেটটিকে।



পৃথিবীর কক্ষপথে স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নভোচারীদের জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহের মিশনে নিয়োজিত ছিলো আনতারেস। ২ হাজার ২৯৩ কেজি কার্গো বহনকারী একটি সিগনাস মহাকাশযানকে নিয়ে উড়াল দিয়েছিলো আনতারেস।

এর নির্মাতা প্রতিষ্ঠান অরবিটাল সাইন্স কর্প নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। ভার্জিনিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটি থেকে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।   দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে নাসা।

সোমবার রকেটটির উৎক্ষেপণের দিন ধার্য করা থাকলেও একটি অবাঞ্জিত নৌকা উৎক্ষেপণ স্থলের সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়ায় উৎক্ষেপণের ক্ষণ একদিন পিছিয়ে মঙ্গলবার করা হয়।

খরচ কমানোর জন্য সম্প্রতি নিজস্ব স্পেস শাটল কর্মসূচি পরিত্যাগ করে মহাকাশে কার্গো রকেট প্রেরণের জন্য দু‘টি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নাসা। ভার্জিনিয়া ভিত্তিক অরবিটাল সাইন্স তাদের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটির সঙ্গে নাসার চুক্তির মূল্য ১শ’ ৯০ কোটি ডলার। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটটা কার্গো রকেট প্রেরণের কথা অরবিটালের। ধ্বংস হয়ে যাওয়া রকেটটি ছিলো চুক্তির তৃতীয় রকেট।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।