ঢাকা: খরচ বাড়ার পাশাপাশি আয় কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলো ফেসবুক। ফেসবুকের চিফ ফিনান্সিয়াল অফিসার ডেভ ওয়েহনার বলেছেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের ব্যয় ৪১ শতাংশ বেড়ে গেছে।
মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট মেকার ওকুলাস রিফটকে অধিগ্রহণই সর্বশেষ প্রান্তিকে ফেসবুকের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী বছর আরও বর্ধিত বিনিয়োগ পরিকল্পনার কারণে ফেসবুকের ব্যয় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফেসবুকের কর্তারা।
এ ব্যাপারে ডেভ ওয়েহনার বলেন, আমরা বিশ্বাস করি আমাদের সামনে খুবই কার্যকর প্রবৃদ্ধির সুযোগ রয়েছে এবং এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা ব্যাপকভাবে বিনিয়োগের পরিকল্পনা করছি।
চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে ফেসবুকের রাজস্ব আয় হয়েছে ৩২০ কোটি ডলার। এর মধে তারা লাভ করেছে ৮০৬ মিলিয়ন ডলার। যা ২০১৩ সালের একই সময়ের তুলনায় ৯০ শতাংশ বেশি। অবশ্য চতুর্থ প্রান্তিকে এই আয় প্রবৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুকের অধিকাংশ রাজস্ব আসছে এর বিজ্ঞাপনের ব্যবসা থেকে। মূলত ফেসবুকের মোবাইল বিজ্ঞাপনের রাজস্ব বৃদ্ধির প্রভাবে ফেসবুকের বিজ্ঞাপনের আয় বেড়েছে। বর্তমানে ফেসবুকের মোট রাজস্বের ৬৬ শতাংশ আসে মোবাইল বিজ্ঞাপনের রাজস্ব থেকে।
অথচ এক বছর আগেই তা ছিলো এর অর্ধেকেরও কম, পাশাপাশি ২০১২ সালে যখন প্রথম ফেসবুক শেয়ারমার্কেটে আসে মোবাইল অ্যাড থেকে তেমন কোনো রাজস্বই পেতো না ফেসবুক।
এদিকে খরচ বৃদ্ধির রূপরেখা দিলেও আগামী বছরের রাজস্ব প্রবৃদ্ধির কোনো ভবিষ্যদ্বাণী না করায় ফেসবুকের সমালোচনা করেছেন আর্থিক বিশ্লেষকরা।
অার্থিক গবেষণা প্রতিষ্ঠান বিটিআইজির বিশ্লেষক রিচার্ড গ্রিনফিল্ড বলেন, আয়ের পরিকল্পনা প্রকাশ না করে খরচের পরিকল্পনা প্রকাশ করা হতাশাজনক এবং এটি বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসহীনতার সৃষ্টি করবে। আগামী বছর রাজস্ব প্রবৃদ্ধি কেমন হবে এখন এই মুহূর্তে এটাই হলো বিলিয়ন ডলারের প্রশ্ন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪