ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের পরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম তা ফলাও করে প্রচার করে।
বিবিসি, এপি, ইয়াহু, এবিসি, ওয়াশিংটন পোস্টসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে।
বিবিসি- হেড অব বাংলাদেশ লারজেস্ট ইসলামিস্ট পার্টি, মতিউর রহমান নিজামী, সেন্টেন্সড টু ডেথ।
এপি- বাংলাদেশ ট্রাইব্যুনাল সেন্টেন্সেস হেড অব লারজেস্ট ইসলামিস্ট পার্টি টু ডেথ ফর ১৯৭১ ওয়ার ক্রাইম।
প্রায় একই হেডলাইনে সংবাদ প্রচার করে ইয়াহু, এবিসি, ওয়াশিংটন পোস্টসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে ৮টি (১,২,৩,৪,৬,৭,৮ ও ১৬) অভিযোগ প্রমাণিত হয়েছে। ৪ টি অভিযোগে তার সুপিরিয়র কমান্ড রেসপন্সবিলিটি সুস্পষ্ট।
২, ৪, ৬ ও ১৬ নং অভিযোগের অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ১, ৩, ৭ ও ৮ নং অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইভাবে ৯-১৫ নং পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি। আর ৫ নং অভিযোগ সাক্ষী না থাকায় ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে আসেনি।
বুধবার (২৯ অক্টোবর’ ২০১৪) ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। ২০৪ পৃষ্টার সংক্ষিপ্ত অংশ পড়া হয়। চূড়ান্ত রায়টি পড়েন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪